ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

এবার রাফায় স্থল হামলার তারিখ জানালো ইসরাইল

অবরুদ্ধ গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে দখলদার ইসরাইল। এবার তারা আরেক শহর রাফায় একই অভিযান চালাতে যাচ্ছে। গাজায় ইতোমধ্যে প্রায় ৩৪ হাজার নিরিহ ফিলিস্তিনে হত্যা করে দখলদার বাহিনী। আন্তর্জাতিক চাপ ও দেশে প্রচণ্ড বিক্ষোভ কিছুই থামাতে পাররে নেতানিয়াহুকে। এদিকে সারা বিশ্বের মুসলিমরা যখন ঈদের প্রস্তুতি নিচ্ছে তখন গাজার মানুষ না খেয়ে আর ইসলাইলি হামায় মারা যাচ্ছে।


ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকার রাফায় স্থল হামলার শুরুর তারিখ নির্ধারণ করেছেন তিনি। তবে তারিখটি তিনি প্রকাশ করেননি। যুক্তরাষ্ট্রও জানিয়েছে, তাদেরকে দিনক্ষণে কোনো বার্তা আসেনি। উল্লেখ্য, রাফায় ১০ লাখের বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।নেতানিয়াহু বার বার বলে আসছেন যে ইসরাইলকে অবশ্যই রাফায় স্থল বাহিনী পাঠাতে হবে। তিনি একে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শেষ দুর্গ হিসেবে অভিহিত করেন। তবে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় এখানে হামলার বিরোধিতা করে আসছে। তারা বলছে, রাফায় সামরিক হামলা চালানো হলে ১৪ লাখের বেশ লোক বিপদে পড়বে।কিন্তু নেতানিয়াহু ওইসব উদ্বেগ বাতিল করে দিয়ে এক ভিডিও বিবৃতিতে বলেন, বিজয়ের জন্য রাফা অভিযান অত্যাবশ্যক।

ads

Our Facebook Page